সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়ন কাশেম জুট মিল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে ...
ইন্না লিল্লাহ
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড।
কাসেম জুট মিল বিএম ডিপোতে ভয়ংকর বিস্ফোরণ। প্রায় ৫ কিমি এলাকা জুড়ে কেঁপে উঠছে
একটা লাইভে দেখা যায় আগুন নিভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এ অবস্হায় বিষ্পোরনটি ঘটে...ফায়ার সার্ভিস এর পুরো টিম ওড়ে গেছে বিস্পোরনে, তাদের ভাগ্যে কি হয়েছে জানা যায়নি, লাইভ করা ছেলেটি প্রায় ৪৫ মিনিট ধরে আগুন নিভানোর কাজ লাইভে দেখাচ্ছিল, বিস্পোরণের পর তার মোবাইল একদিকে পড়ে যায়, এরপরও ৫মিনিট লাইভ অন ছিল, তখন আশেপাশে আহওহ আওয়াজ শুনা যাচ্ছিল। তাছাড়া আশেপাশে গ্রামের অনেক মানুষ বেহুশ হয়ে গেছে।
সবাই দোয়া করবেন....
সংগৃহীত
বিএমডিপোর ভেতর থেকে...
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে তবে অনেক লাশের সন্ধান মেলেনি এখনো...
হে আল্লাহ
রহমত করো চট্টগ্রামবাসীকে
সীতাকুণ্ড বিএম ডিপোতে কন্টেইনার বিস্ফোরণের পর এক আহত ব্যাক্তির এই পরিস্থিতি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ😭😭
বড় ধরনের ক্ষয়ক্ষতির আর বহু হতাহতের আশংকা করা হচ্ছে 😭😭।
এখানে চাকরিরত অধিকাংশ মানুষ আমাদের বাঁশখালীর😭।
হে মাবুদ আপনি সকলকে হেফাজত করুন🤲🤲
খোঁজ করুন
রক্ষণাগার
Comments
Post a Comment