রুনা খানের চোখে ‘বোহেমিয়ান ঘোড়া’তে মোশাররফ করিম: ‘তিনি সবসময়ই অসাধারণ’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান, যিনি "হালদা" সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন, সম্প্রতি শেষ করলেন তাঁর নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’–র শুটিং। এই সিরিজে তাঁর বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিচালনায় আছেন অমিতাভ রেজা, যিনি মোশাররফ করিমকে নিয়ে এই সিরিজে আটজন ভিন্ন ভিন্ন নারী চরিত্রের সঙ্গে হাজির করছেন, যার মধ্যে একজন রুনা।
দ্য ডেইলি স্টার–এর সঙ্গে আলাপে রুনা খান জানালেন, অমিতাভ রেজার পরিচালনায় কাজ করা তাঁর জন্য সবসময়ই আনন্দদায়ক। “গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন আমার ক্যারিয়ারে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটি তিনিই পরিচালনা করেছিলেন। তাঁর সঙ্গে কাজ করাটা সবসময়ই স্বস্তিদায়ক এবং সৃজনশীলভাবে পরিপূর্ণ,” বলেন রুনা। এই প্রকল্পে সিনেমাটোগ্রাফি করেছেন খসরু, যাঁর সঙ্গে অনেকদিন পর আবার কাজ করার সুযোগ পেয়ে রুনা খুশি।
মোশাররফ করিমের সঙ্গে কাজ নিয়ে তিনি বলেন, “তিনি সবসময়ই অসাধারণ। তাঁর অভিনয় দক্ষতা সবারই জানা। তিনি যখন কোনো প্রজেক্টে থাকেন, তখন সেটা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। শুটিংয়ের সময় তিনি খুবই সহানুভূতিশীল ও সহযোগী।” dubbing চলাকালীন মোশাররফ করিম রুনাকে ফোন করে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করায় রুনা বেশ আপ্লুত। “তিনি বললেন, আমার দৃশ্যগুলো দেখেছেন আর খুব ভালো লেগেছে। তাঁর মতো কারও কাছ থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই অনেক বড় প্রাপ্তি,” বলেন রুনা।
২০০৭ সালে মোশাররফ করিমের সঙ্গে প্রথম কাজ করেন রুনা, এরপর একসঙ্গে বহু নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন তাঁরা।
‘বোহেমিয়ান ঘোড়া’তে রুনা খান একজন আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা নারীর ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটি তাঁকে অভিনয়ের যথেষ্ট জায়গা দিয়েছে বলে জানান তিনি।
এই ওয়েব সিরিজ ছাড়াও রুনা খান সম্প্রতি তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন: মাসুদ পথিকের ‘বাক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’, এবং জাহিদ হোসেনের ‘লীলামন্থন’। “এই তিনটি চরিত্র একেবারেই আলাদা। দর্শকরা আমাকে তিনটি ভিন্ন রূপে দেখতে পাবেন,” বলেন রুনা।
এছাড়াও তিনি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’–র কাজ এবং শিগগিরই সোহেল রানা বয়াতির পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শুরু করবেন।
#রুনাখান #মোশাররফকরিম #বোহেমিয়ানঘোড়া #বাংলাঅভিনয়
Comments
Post a Comment