আদর আজাদ ও পূজা চেরিকে নিয়ে ‘টগর’-এর প্রথম পোস্টার প্রকাশ
আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘টগর’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা এই চলচ্চিত্রের পোস্টারে দেখা যায়, রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছেন আদর আজাদ, আর তার পেছনে পূজা চেরি—চোখেমুখে ভয়, ভালোবাসা ও বেদনার মিশ্র অনুভুতি।
চলচ্চিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে আদর আজাদ বলেন, “‘টগর’ আমার ক্যারিয়ারের সেরা চলচ্চিত্র। দর্শকরা আমার একেবারে ভিন্ন রূপ দেখতে পাবেন।”
অন্যদিকে পূজা চেরি জানান, “এই যাত্রাটা আমার জন্য খুবই বিশেষ। গল্প, চরিত্র, আর সঙ্গীত—সব কিছুতেই আছে ভিন্নতার ছোঁয়া।”
আলোক হাসান পরিচালিত এই চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। আদর আজাদ ও পূজা চেরির পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, জোজেন, এলআর খান শিমান্ত ও শরীফুল প্রমুখ।
#টগর #ঈদউলআজহা২০২৫ #আদরআজাদ #পূজাচেরি
Comments
Post a Comment