ঈদে সিয়াম-হিমির কণ্ঠে নতুন প্রেমের গান | ইত্যাদি ২০২৫ | Eid Special Roma...


এবারের ঈদে বিটিভির দর্শকদের জন্য রয়েছে দারুণ এক চমক! ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানে প্রথমবারের মতো একসাথে গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং ছোট পর্দার প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। প্রেমঘন এই গানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘ইত্যাদি’র ঈদ সংখ্যার জন্য।

গানের কথা লিখেছেন খ্যাতিমান গীতিকবি কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির কণ্ঠে এই রোমান্টিক গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা।

গত ঈদে ‘ইত্যাদি’র মঞ্চে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তাসনিয়া ফারিন, যিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার সিয়াম-হিমির নতুন গানটিও শ্রোতাদের ব্যাপক ভালোবাসা পাবে বলে আশাবাদী ফাগুন অডিও ভিশন

ঈদের পরদিন রাত ৮টার বাংলার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এই বিশেষ ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি আছেন হানিফ সংকেত

🎶 ঈদ আনন্দে সুরের ছোঁয়া, ‘ইত্যাদি’ থাকুক সবার প্রিয়! 🌙

#ঈদেরইত্যাদি
#সিয়ামহিমিরগান
#ইমরানেরসুরে
#ঈদেরআনন্দ2025

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]