**মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের উৎসবে নির্বাচিত**

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও রবেনা রেজা জুই অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র **“অবর্ত – দ্য সার্কেল”** যুক্তরাষ্ট্রের **‘বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ** প্রদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মহমুদুল হাসান টিপু।
২৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি বাংলাদেশের এক প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে বসবাসরত এক নারীর সংগ্রামের গল্প তুলে ধরে। সমাজের চাপ, নিঃসঙ্গতা, ও নিঃশব্দ যন্ত্রণার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষায় জীবনযুদ্ধে এগিয়ে চলা এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রবেনা রেজা জুই। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আভা রাণী, অগ্রগামী সাম্মো এবং নিজাম উদ্দিন।
**ফেস্টিভ্যালটি শুরু হবে ১ আগস্ট** থেকে। “অবর্ত – দ্য সার্কেল” প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, **স্থানীয় সময় রাত ৮:৩০টায়**, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে।
বিশ্বজুড়ে আসা ২৩৮টি চলচ্চিত্রের মধ্যে মাত্র চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যার একটি হচ্ছে “অবর্ত – দ্য সার্কেল”। একই সেশনে প্রদর্শিত হবে সৃজিত মুখার্জি পরিচালিত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক পূর্ণদৈর্ঘ্য ছবি **“পদাতিক”**।
চলচ্চিত্র সম্পর্কে পরিচালক মহমুদুল হাসান বলেন, *“এই চলচ্চিত্রটি মূলত সেইসব নারীর প্রতিচ্ছবি, যাদের আমরা প্রতিদিন দেখি—নীরবভাবে দায়িত্ব পালন করতে করতে যাদের জীবন বোঝায় ভারাক্রান্ত। এটি এক ধরনের নিঃশব্দ বিদ্রোহ, যেখানে একজন নারী তার অতীত, কষ্ট আর চুপ থাকা অস্তিত্ব থেকে মুক্তির আশায় নতুন শুরুর স্বপ্ন দেখে।”*



 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]