জয়া আহসানের খোলামেলা স্বীকারোক্তি: বহু বছর ধরে সম্পর্কে, তবে বিয়ে নিয়ে অনিশ্চয়তা
এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক সিনেমায় ব্যস্ত থাকলেও তার ব্যক্তিজীবন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। এবার সেই কৌতূহল খানিকটা মেটালেন জয়া।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো নিজের সম্পর্কে থাকার বিষয়টি খোলাখুলি স্বীকার করেন তিনি। প্রশ্ন করা হলে জয়া বলেন, “হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না।” যদিও সেই বিশেষ মানুষের নাম প্রকাশ করেননি, তবে জানালেন তিনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।
অভিনেত্রী জানান, তারা বহু বছর ধরে একসঙ্গে আছেন। জয়ার ভাষায়, “যেকোনো সম্পর্কে ভালো সঙ্গী হওয়ার আগে ভালো বন্ধু হতে পারা জরুরি—আমরা সেটাই হয়েছি। আমার ভ্রমণ, ব্যস্ততা, কাজের চাপ—সবকিছুই সহ্য করে সে আমাকে কাজ করতে দেয়।”
সঙ্গীর কোন গুণটি তার সবচেয়ে ভালো লাগে? উত্তরে জয়া বলেন, “সে খুব শান্ত স্বভাবের। হয়তো এ কারণেই পছন্দ হয়েছে।”
বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে জয়া জানান, এখনো কোনো সিদ্ধান্ত নেননি। বিয়ে করতে চান কিনা, সেটাও নিশ্চিত নন। তবে তিনি বিয়ের ধারণাকে শ্রদ্ধা করেন। অতীত সম্পর্কের কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন এই তারকা, যা তার মনে একটি ভীতি তৈরি করেছে।
জয়া বলেন, “এটা প্রস্তুতির বিষয় নয়। ভয়টা থেকেই যায়।”
*Photo: Collected
#JayaAhsan #BanglaCinema #CelebrityInterview #LoveAndLife
Comments
Post a Comment