নায়িকা নাজিফা তুশি কি তবে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন ‘আঁধার’-এ?
নায়িকা নাজিফা তুশি কি তবে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন ‘আঁধার’-এ?
পরিচালক রায়হান রাফি এবার হরর ঘরানায় হাত দিতে চলেছেন তাঁর নতুন ছবি ‘আঁধার’-এ। কয়েকদিন ধরেই সিয়াম আহমেদের অভিনয় নিয়ে গুঞ্জন চলছিল। এবার জানা গেল, ছবিটিতে থাকছেন নাজিফা তুশিও। তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ ছবিতে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে, যা ছিল ছয় বছরের বিরতির পর তাঁর চলচ্চিত্রে প্রত্যাবর্তন। এরপর থেকে তুশি দূরে ছিলেন সিনেমা ও ওটিটি — দুই মাধ্যম থেকেই। যদিও তিনি ইতোমধ্যে শেষ করেছেন আরও দুটি ছবির কাজ— ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘রয়েড’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙোমালা’। সেই তালিকায় নতুন সংযোজন হবে ‘আঁধার’।
যদিও সিয়াম বা তুশি কেউই আনুষ্ঠানিকভাবে তাদের ভূমিকায় সায় দেননি, আবার সরাসরিও অস্বীকার করেননি। তারা দুজনেই জানিয়েছেন, প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই বিস্তারিত জানাবেন। খুব শিগগিরই এক প্রেস কনফারেন্সে সেই ঘোষণা আসার কথা রয়েছে।
‘আঁধার’ প্রযোজনা করছে ২২১বি ব্যানার। গল্পটি লিখেছেন দেশের রক সঙ্গীতের দুই কিংবদন্তি— অর্থহীনের সাইদুস সেলাহিন সুমন ও ক্রিপ্টিক ফেটের শাকিব চৌধুরী, সঙ্গে আছেন আদনান আদিব খান। শাকিবের ভাষ্যে, ছবিটি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি একটি হরর কাহিনি— যেখানে রহস্য, থ্রিলার, খুন এবং আবেগের মিশ্রণ থাকবে; পশ্চিমা হররের মতো শুধু হঠাৎ ভয় দেখানো হবে না। প্রযোজনা টিমে রয়েছেন শাকিব চৌধুরী, আদনান ও সারা আলী। আগামী মাসেই শুটিং শুরু হবে।
#NazifaTushi #SiamAhmed #AndharMovie #BangladeshiCinema
Comments
Post a Comment