‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে রুনা খান
চলচ্চিত্র তারকাদের জীবনকে বড় পর্দায় তুলে ধরতে যাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জেহেদী। তার নতুন প্রজেক্ট ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী রুনা খান। এই ছবিতে তিনি এক চলচ্চিত্র নায়িকার চরিত্রে দেখা দেবেন।
চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে রুনা খান বলেন,
"গত শীতে এ ছবিটি নিয়ে প্রথম আলোচনা হয়। আলী জুলফিকার জেহেদী যখন গল্প শোনান, তখনই ভালো লেগেছিল। পরে চিত্রনাট্য পড়ে এবং চরিত্রটি বুঝে আমি কাজের সিদ্ধান্ত নেই। এখানে আমি একজন অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করছি। শিল্পী হিসেবে আমি সবসময় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই, বিশেষ করে বাস্তবের প্রতিফলন ঘটে এমন কাজে। এ চরিত্রটি তেমনই একটি সুযোগ।"
তিনি আরও জানান, ছবিটি মূলত নায়িকাদের অফ-স্ক্রিন বা ব্যক্তিগত জীবনকে ঘিরে।
"আমরা যারা অভিনয় করি, দর্শকরা আমাদের সবসময় কেবল চরিত্রের ভেতরেই দেখেন। কিন্তু আমাদেরও ব্যক্তিজীবন আছে। সেই গল্পটাই বলা হবে এ চলচ্চিত্রে," বলেন রুনা খান।
এর আগে ২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে তিনি থিয়েটারের রাজকন্যার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথমবার তিনি চলচ্চিত্রের নায়িকা চরিত্রে পর্দায় আসছেন।
"আমি কখনও চলচ্চিত্রের নায়িকা চরিত্রে অভিনয় করিনি। প্রায় ১৭-১৮ বছর আগে একটি টেলিফিল্মে থিয়েটার শিল্পীর চরিত্রে কাজ করেছিলাম। এবার দর্শক আমাকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে দেখবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। দর্শক যদি কাজটিকে ভালোভাবে গ্রহণ করেন, তবেই কাজ সফল হবে," বলেন তিনি।
শুটিং প্রসঙ্গে তিনি জানান,
"পরিকল্পনা আছে এই শীতেই শুটিং শুরু করার। তবে পরিচালক সবকিছু গোছানো অবস্থায় কাজ শুরু করতে চান। তাই সামান্য দেরি হতে পারে।"
এদিকে রুনা খানের হাতে বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি ছবি— মাসুদ পাঠকের ‘বক’, কৌশিক শংকর দাশের ‘দাফন’ এবং জাহিদ হোসাইনের ‘লীলা মंथন’।
#রুনাখান #চলচ্চিত্রদ্যসিনেমা #বাংলাচলচ্চিত্র #BanglaCinema
Comments
Post a Comment