আরশ খানের আক্ষেপ: "যখন যে ক্ষমতায়, সে-ই দুধে ধোয়া"



বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরশ খান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব। শুধু বিনোদন নয়, দেশের নানা অসঙ্গতি, দুর্নীতি, অন্যায়-অনিয়ম ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে খোলামেলা মত প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি। গত বছরের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসা পান এই অভিনেতা।

এবারও আলোচনায় আসলেন ক্ষমতাসীনদের নিয়ে খোলামেলা বক্তব্য দিয়ে। সোমবার (১৮ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে আরশ খান লেখেন—
“দেশে স্থানের নাম পরিবর্তন করতে করতে আপনারা হাজার কোটি টাকা খরচ করেন, হাজার কোটি টাকা বিদেশে চলে যায়, আর বাকি যা থাকে তার সঙ্গেও ঋণ নিয়ে দেখান উন্নতি। যখন যে ক্ষমতায়, সে-ই দুধে ধোয়া; আর ক্ষমতায় নেই সেই খারাপ।”

স্ট্যাটাসে নিজের শৈশব থেকে শিক্ষা জীবন নিয়েও কথা বলেন তিনি। জানান, জন্ম সনদ থেকে শুরু করে ইতিহাস শেখা—সবকিছুতেই রাজনৈতিক প্রভাব রয়েছে। তার ভাষায়, “আমার ২৩ বছরের শিক্ষাজীবনে বারবার বদলেছে বই, ইতিহাস, প্রশাসন, এমনকি সামরিক বাহিনীর কাজের ধরণও। ফলে আজকের আমি ইতিহাস না জানার দায়ভার কেবল আমার নয়, বরং শিক্ষা বোর্ড থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সবার।”



রাজনীতি ও সামাজিক বাস্তবতার পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেন আরশ খান। তিনি লেখেন, “গত বছর এক দলের কর্মীরা অনলাইনে আমাকে উত্যক্ত করেছে, এ বছর আরেক দল জুতা দিয়ে বরণ করেছে। সম্পর্ক বদলে যায় এক মুহূর্তে।”

অনুজদের উদ্দেশে উপদেশ দিয়ে আরশ বলেন, “তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও, নিজের মতো জীবন গড়ে নিও। কারণ এই দেশে আমজনতা হয়ে বেঁচে থাকা সবচেয়ে বড় শাস্তি।”

স্ট্যাটাসের শেষ লাইনে তিনি নিজেকে পরিচয় দেন—“তোমাদের ভাই, কালচারাল ফ্যাসিস্ট আরশ খান।”
*Photo: Collected
#ArshKhan #BangladeshPolitics #SocialReality #VoiceOfYouth

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]