"প্রভার ব্যক্তিগত ছবি-ভিডিও চুরি করে বিজ্ঞাপন, ক্ষুব্ধ হয়ে আইনি হুঁশিয়ারি!"


অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ছোটপর্দার জনপ্রিয় মুখ। দেড় যুগেরও বেশি সময় ধরে শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি। এই দীর্ঘ যাত্রায় অভিনয় দক্ষতায় যেমন জায়গা করে নিয়েছেন শিল্পে, তেমনি দর্শকদের কাছ থেকেও পেয়েছেন প্রশংসা। তবে ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সমালোচনার মুখোমুখি হয়েছেন এই লাস্যময়ী তারকা।
সাধারণত গুঞ্জন বা সমালোচনা নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান না প্রভা। তবে এবার নীরবতা ভেঙে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় অভিযোগ করে প্রভা জানান, একটি প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ও ভিডিও বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছে।
ভিডিওতে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তিনি বলেন, “ওই প্রতিষ্ঠান থেকে আমি কোনো ধরনের সার্ভিস নেইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি যখন ভ্রমণে যাই, নিজের টাকায় যাই। অথচ আমার ভ্রমণের ছবি ও ভিডিও তাদের ব্র্যান্ডিংয়ে ব্যবহার করা হচ্ছে—যা সম্পূর্ণ অনৈতিক।”
প্রভা আরও যোগ করেন, “আমার অনুমতি ছাড়া আপনারা কেন ছবি ও ভিডিও ব্যবহার করছেন? আমি তো কখনো অনুমতি দিইনি। এটি একেবারেই ঠিক নয়।” এসময় তিনি প্রতিষ্ঠানটিকে সতর্ক করে আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। এরপর থেকে অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। বর্তমানে কাজের পাশাপাশি দেশে-বিদেশে ভ্রমণের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন এ তারকা।
*Photo: Collected

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]