"এইচবিওর হ্যারি পটার সিরিজে উঁকি দিল নতুন জুটি"


প্রথমবার লন্ডনের রাস্তায় একসঙ্গে দেখা গেল নতুন হ্যারি ও হ্যাগ্রিডকে। সোমবার (১৮ আগস্ট) শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হয়েছেন এইচবিওর বহুল আলোচিত হ্যারি পটার টিভি সিরিজের দুই অভিনয়শিল্পী ডমিনিক ম্যাকলাফলিন (হ্যারি) ও নিক ফ্রস্ট (হ্যাগ্রিড)।

পিপল–এর প্রতিবেদনে জানা যায়, হ্যাগ্রিডের চরিত্রে ফ্রস্টকে দেখা গেছে রবি কোলট্রেনের বিখ্যাত লুকের ছায়ায়—কর্ডুরয়ের প্যান্ট, জ্যাকেটের ওপর খাকি কোট, লম্বা চুল ও কোঁকড়ানো দাড়ি। অন্যদিকে মাত্র ১১ বছরের ম্যাকলাফলিন গোল চশমা, সোয়েটার, জিনস আর ব্যাকপ্যাকসহ পরিচিত হ্যারি রূপে হাজির হন। ঠিক যেন আবারও ফিরেছে প্রিয় জুটি।

বর্তমানে চলছে সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন–এর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং। যেখানে হ্যাগ্রিড, ডার্সলে পরিবারের কাছ থেকে হ্যারিকে নিয়ে প্রথমবার লিকি কড্রনে নিয়ে যায় এবং জাদুর দুনিয়ার দরজা খুলে দেয়।



শুটিং শুরু হয়েছে চলতি বছরের জুলাই থেকে। প্রথম দিনেই হগওয়ার্টসের পোশাকে ডমিনিকের ছবি প্রকাশিত হয়, পাশাপাশি নিক ফ্রস্টের হ্যাগ্রিড লুকও উন্মোচিত হয়। ফ্রস্ট জানান, তিনি প্রয়াত রবি কোলট্রেনের অনবদ্য চরিত্রায়ন থেকে অনুপ্রাণিত হলেও নিজের মতো করে চরিত্রটিকে তুলে ধরতে চান—“আমি রবি হতে চাই না, তবে হ্যাগ্রিডের ভেতরের দুষ্টুমি, শিশুসুলভতা আর মজার দিকগুলো ফুটিয়ে তুলতে চাই।”

এই সিরিজে হ্যারি-হ্যাগ্রিড ছাড়াও আরও নতুন মুখ দেখা যাবে—রণ উইজলি চরিত্রে আলাস্টেয়ার স্টাউট, হারমায়োনি গ্রেঞ্জারে আরাবেলা স্ট্যানটন, অ্যালবাস ডাম্বলডোরে জন লিথগো, সেভেরাস স্নেপে পাপা এসিডু এবং প্রফেসর ম্যাকগোনাগলে জ্যানেট ম্যাকটিয়ার। এছাড়া লুসিয়াস ম্যালফয়ে জনি ফ্লিন, ড্রাকো ম্যালফয়ে লক্স প্র্যাট এবং মলি উইজলির ভূমিকায় থাকছেন ক্যাথরিন পার্কিনসন।

বহুল প্রতীক্ষিত হ্যারি পটার টিভি সিরিজটি মুক্তি পাবে ২০২৭ সালে, এইচবিও ম্যাক্সে।

#HarryPotterSeries #HBOMax #LondonShoot #WizardingWorld


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]