“শুটিংয়ের পুরোনো আঘাত, অস্ত্রোপচার প্রয়োজন নিশোর”
শুটিংয়ের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার পুরোনো আঘাত আবারও ভোগাচ্ছে অভিনেতা আফরান নিশোকে। দীর্ঘদিন ধরে হাঁটুর জটিলতা ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন তিনি। অবশেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হচ্ছে জনপ্রিয় এই অভিনেতাকে।
সম্প্রতি ওয়েব সিরিজ **‘আকা’**র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে নিশো জানান, প্রায় সাত বছর আগে রাজধানীর কাউলাতে নাটকের শুটিংয়ে বাইক চালানোর সময় তিনি দুর্ঘটনার শিকার হন। হাঁটুতে গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিন দিনের বিরতি নিয়ে আবার শুটিংয়ে ফিরেছিলেন তিনি। সেই অবহেলার ফলেই সমস্যা আরও বেড়ে যায়।
নিশো বলেন, “আমার পায়ে যে লিগামেন্ট সমস্যা আছে, সেটা সারাতে অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। পাশাপাশি স্পাইনের কারণে নিয়মিত থেরাপি আর ব্যায়াম করতে হয়। দীর্ঘ সময় বসে থাকা বা নিচু হয়ে বসার অভ্যাস পরিবর্তন করতে হবে।”
তিনি আরও জানান, এই ব্যথা হঠাৎ ইলেকট্রিক শকের মতো ফিরে আসে—কখনো শুটিং সেটে, কখনো খেলাধুলার সময়। সর্বশেষ ছেলের সঙ্গে ফুটবল খেলতে গিয়েও হাঁটুতে আবার চোট পেয়েছেন তিনি। তাই এবার আর ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন নিশো।
অভিনেতা বলেন, “এ অবস্থায় শুটিং চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুস্থ হয়ে, পুরোপুরি প্রস্তুত হয়েই আবার কাজে ফিরতে চাই।”
অক্টোবরের শেষ দিকে রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’–এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে নিশোর। এর আগে ভক্তরা তাকে দেখতে পাবেন ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘আকা’–তে, যা মুক্তি পাচ্ছে আগামী মাসের শুরুতে।
**Photo: Collected
#AfranNisho #BanglaEntertainment #AkaSeries #BanglaCinema

Comments
Post a Comment