নিরব হোসাইন নতুন ছবি ‘দেশ’-এ রূপান্তরের পথে
জনপ্রিয় ঢাকাই সিনেমার অভিনেতা নিরব হোসাইন এখন ক্যারিয়ারের এক ব্যস্ত ও উত্তরণময় সময় পার করছেন। সামসুল হুদার ‘গোলাপ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ছবিতে অভিনয়ের পর এবার তিনি যুক্ত হয়েছেন নতুন একটি ছবিতে, নাম ‘দেশ’। ছবিটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ।
গত ৫ আগস্ট (মঙ্গলবার) রাতে ছবির প্রথম লুক পোস্টার প্রকাশের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
পরিচালক ফুয়াদ জানান, ‘দেশ’ একটি পুলিশ অ্যাকশনধর্মী চলচ্চিত্র, যেখানে নিরব হোসাইন অভিনয় করবেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। যদিও ছবির কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে তিনি ইঙ্গিত দেন যে গল্পটি এক অবৈধ অস্ত্র পাচার চক্রকে ঘিরে গড়ে উঠেছে।
ফুয়াদ বলেন, “বাংলাদেশে অস্ত্র তৈরি হয় না, তবুও দেশটি আন্তর্জাতিক অস্ত্র পাচারের একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে ‘দেশ’ নামের এক পুলিশ অফিসার একটি মিশনে নামেন এই চক্র ধ্বংস করতে। দেশপ্রেম ছাড়াও ছবিতে তার ব্যক্তিগত সংগ্রামগুলোও উঠে আসবে।”
শুটিং শুরু নিয়ে তিনি বলেন, “আমরা আগামী ১৬ ডিসেম্বর থেকে শুটিং শুরু করতে চাই। নিরব এখন দুটি ছবির কাজ শেষ করছেন, তাই সময় নিচ্ছি। তাছাড়া এই চরিত্রের জন্য তাকে একটি নতুন লুকে হাজির হতে হবে, এজন্য প্রস্তুতির সময়ও লাগবে।”
নায়িকা ও অন্যান্য অভিনেতাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান পরিচালক। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ৫ আগস্ট ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে, যদিও পোস্ট-প্রোডাকশন দ্রুত শেষ হলে তার আগেও মুক্তি পেতে পারে।
এই ছবি নিয়ে নিরব বলেন, “গল্পটি দেশ ও দেশপ্রেম নিয়ে, আর আমার চরিত্রের নামও ‘দেশ’। তাই ছবিটি আমার জন্য অনেক স্পেশাল। চরিত্রটির জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছি। আমরা যদি ঠিকভাবে উপস্থাপন করতে পারি, আশা করি দর্শক ভালোবাসবে।”
‘দেশ’ ছবিটি নির্মিত হচ্ছে KHF ব্যানারে। এতে আরও থাকছেন অনিক বিশ্বাস (ক্রিয়েটিভ ডিরেক্টর) ও চলচ্চিত্র নির্মাতা সাইকাত নাসির (প্রজেক্ট অ্যাডভাইজর)। ছবির সংগীত পরিচালনায় থাকছেন আরফিন রুমি ও ইমরান মাহমুদুল।
*Photo: Collected
#NirabHossain #DeshTheFilm #BangladeshiCinema #PatrioticStory
Comments
Post a Comment