নতুন কমিক সিরিজ ‘হিট ম্যান’-এ থাকছেন নিলয় ও হিমি।


শিশু-কিশোরদের জন্য তৈরি হচ্ছে নতুন কমিক সিরিজ হিট ম্যান। এর কার্টুন চরিত্রগুলোর নকশা ইতোমধ্যেই সম্পন্ন করেছেন কার্টুনিস্ট সোহানি। বহুদিনের খোঁজাখুঁজির পর অবশেষে প্রধান চরিত্রের জন্য তিনি পেয়েছেন নিজের কাঙ্ক্ষিত মুখ—জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই চরিত্রকে জীবন্ত করে তুলবেন নিলয়, যাকে দেখা যাবে টেলিভিশন নাটক হিট ম্যান-এ। সেখানে সোহানির চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

গল্পে দেখা যাবে—চাকরির ইন্টারভিউতে যাওয়ার পথে রাকিব জড়িয়ে পড়ে এক রাস্তাঘাটের ঝগড়ায়। সেই সময় যানজটে আটকে থাকা সোহানি লক্ষ্য করেন তার অভিব্যক্তি ও কথোপকথনের ভঙ্গিমা। কৌতূহলবশত তিনি রাকিবের ছবি তুলে রাখেন এবং পরে তাকে নিজের কমিকের প্রধান চরিত্র হিসেবে বেছে নেন।
রঙ্গন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ নাটকটি খুব শিগগিরই প্রকাশিত হবে প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান। পরিচালক জানান, “একটি ভিন্নধর্মী ও বিনোদনমূলক গল্প দিয়ে নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দর্শক তাকে ভিন্ন এক রূপে দেখতে পাবেন।”
**Photo: Collected

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]