নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’


দীর্ঘ আড়াই বছর পর আসছে এর পঞ্চম সিজন। দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকা এই সিরিজে এবার ফিরছেন আলোচিত চরিত্র ‘নেহাল’, যাকে শেষ দেখা গিয়েছিল তৃতীয় সিজনে। চতুর্থ সিজনে তিনি অনুপস্থিত থাকলেও তার গল্প রয়ে গিয়েছিল দর্শকের মনে।

সিরিজজুড়ে মজা, নাটকীয়তা আর অপ্রত্যাশিত ঘটনার ভিড়ে নেহালের অনুপস্থিতি সবসময়ই অনুভূত হয়েছে। এবার সেই শূন্যতা পূরণ করতে ফিরছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ফলে নতুন সিজনে কাবিলা-পাশাদের সঙ্গে তার সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে।

পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, নেহালের ফিরে আসা দর্শকের জন্য বড় এক সারপ্রাইজ। পাশাপাশি নতুন কিছু চরিত্রও যুক্ত হচ্ছে—যেমন ‘নতুন কাজের মেয়ে’ ও ‘পাগলা সুজন’। ফলে এই সিজনের বিনোদন হবে আরও জমজমাট।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’-এ এরই মধ্যে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, শিমুল, পাভল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, পারসা ইভানাসহ অনেকে। নতুন সিজনে সেই তালিকায় আবারও যুক্ত হলেন তৌসিফ মাহবুব।

**Photo: Collected
#ব্যাচেলরপয়েন্ট৫ #নেহালেরফিরতি #তৌসিফমাহবুব #বাংলাদেশিড্রামা


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]