আফরান নিশো কাজাখস্তানে ‘ডম’ চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতিতে।
চরকি সিইও ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করে লিখেছেন— “‘ডম’-এর পরীক্ষা শুরু।” ছবিগুলোর একটিতে দেখা যায়, নিশো একটি পাথরের উপর বসে হাতে স্ক্রিপ্ট নিয়ে মনোযোগ সহকারে পড়ছেন। অন্য এক ফ্রেমে রনি, শহরিয়ার শাকিল এবং বিদেশি টিমকে নিয়ে লোকেশন ঘুরে দেখছেন, কাজাখস্তানের রৌদ্রোজ্জ্বল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। ধারণা করা হচ্ছে, তারা শুটিংয়ের লোকেশন বাছাই ও সম্ভাব্য চ্যালেঞ্জ যাচাই করছেন।
দীর্ঘ বিরতির পর রেদওয়ান রনি এই ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন। তিনি বলেন, “আমি আমার সর্বশক্তি দিয়ে ‘ডম’ নির্মাণে আসছি।” সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ ছবিটি হবে একটি সারভাইভাল ড্রামা। এতে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী প্রধান চরিত্রে অভিনয় করবেন।
নিজের চরিত্র নিয়ে নিশো বলেন, “এখানে অভিনয়ের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলোই আমাকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশে এ ধরনের চলচ্চিত্র আগে বানাতে দেখিনি।”
অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, “কাহিনীটা অসাধারণ, ভীষণ চ্যালেঞ্জিং। দর্শক সত্যিই বিস্মিত হবে।”
এখনও ছবির নায়িকা চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘ডম’। খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
**Photo: Collected
Comments
Post a Comment