জয়া আহসানকে পরপর তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পরপর তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।
এ প্রসঙ্গে জয়া আহসান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি এর আগে দুই মেয়াদে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার তৃতীয়বার এই সুযোগ পাওয়াটা আমার কাছে সমানভাবে বিশেষ।”
তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে নানা ধরনের মানবকল্যাণমূলক কাজে যুক্ত থাকলেও, ইউএনডিপির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের দূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা আলাদা এক ধরনের তৃপ্তি এনে দেয়।
উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হন জয়া আহসান। তাঁর এই ধারাবাহিকতা কেবল মানবিক কাজের প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারকেই নয়, বরং বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর শক্ত অবস্থানকেও প্রতিফলিত করে।
#JayaAhsan #UNDP #GoodwillAmbassador #Bangladesh
Comments
Post a Comment