ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির, সানসিল্কের আয়োজনে প্রথম সফর
হানিয়া অনেক দিন ধরেই পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। এবার সানসিল্কের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা প্রচারণার অংশ হিসেবে তিনি ঢাকায় আসছেন। এ উপলক্ষে ঢাকায় কয়েকটি আয়োজনে অংশ নেবেন তিনি।
সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির অফিশিয়াল ফেসবুক পেজে হানিয়ার একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। জানো কি? আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সঙ্গে!”
হানিয়া শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ঢাকায় কয়েক দিন অবস্থান করার কথা রয়েছে তার।
২০১৬ সালে জানান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এর পরবর্তী সময়ে মেরে হুমসফর, দিলরুবা, আনা, এবং কভি মেইন কভি তুমসহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। পাশাপাশি বলিউডেও সর্দারজি ৩ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে তার, যা পাকিস্তানে বেশ সাড়া ফেলেছিল।
**Photo: Collected

Comments
Post a Comment