ক্যাটরিনা-ভিকির সংসারে নতুন অতিথির গুঞ্জন


বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন খবর ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, তাদের ঘরেই নাকি শিগগির আসতে চলেছে নতুন অতিথি। বহুদিন ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে ক্যাটরিনা বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। অক্টোবর বা নভেম্বরের মধ্যে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে পারে। এ কারণেই নায়িকাকে সম্প্রতি খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। জানা গেছে, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনাও করছেন তিনি, যাতে নবজাতকের যত্নে পুরোপুরি মনোযোগ দিতে পারেন। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই তারা বি-টাউনের ‘গোল্ডেন কাপল’ হিসেবে পরিচিত। এবার তাদের মা-বাবা হওয়ার সম্ভাবনা ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
** ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । ছবি: সংগৃহীত
#KatrinaKaif #VickyKaushal #BollywoodCouple #CelebrityBuzz

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]