ঐশ্বরিয়া–অভিষেকের বিচ্ছেদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। বিয়ের ১৮ বছর পরও তাদের নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে গত বছর আচমকা তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। বচ্চন পরিবারের কেউই সে সময় এ বিষয়ে মুখ খোলেননি। পরে অবশ্য একসঙ্গে একটি বিয়েবাড়িতে হাজির হয়ে তারা সেই জল্পনা নস্যাৎ করেন।
সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার ভিকি ললওয়ানির একটি পডকাস্টে ঐশ্বরিয়া–অভিষেক প্রসঙ্গে নতুন তথ্য প্রকাশ করেছেন। কাক্কার জানান, ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই তার বাসা হওয়ায় প্রায়ই দেখা হয় অভিনেত্রীর সঙ্গে। তিনি বলেন, ঐশ্বরিয়া তার মায়ের খুব ঘনিষ্ঠ। মেয়ে স্কুলে থাকাকালীন অবসর সময়ে কিংবা অসুস্থ মায়ের খোঁজ নিতে তিনি সেখানে যান। তবে রবিবার বা ছুটির দিনে তিনি সাধারণত মায়ের কাছে যান না। কখনও কখনও অভিষেকও তার শ্বাশুড়ির বাড়িতে যান।
কাক্কারের মতে, ঐশ্বরিয়া বচ্চন বাড়ি ছেড়ে মায়ের কাছে থাকছেন—এমন দাবি পুরোপুরি মিথ্যা। আসলে এটি শুধু পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়, কোনো বিচ্ছেদ বা ঝামেলা নয়।
উল্লেখ্য, ঐশ্বরিয়া ও অভিষেকের প্রেমের শুরু হয়েছিল সিনেমার সেটে। ২০০৭ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা আরাধ্যা। তবে ২০২৪ সালে আনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে পরিবারের বাকিদের থেকে আলাদা উপস্থিত হতে দেখা গেলে বিচ্ছেদের গুঞ্জন ফের জোরালো হয়। যদিও দম্পতি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ছবি: সংগৃহীত

Comments
Post a Comment