মেহজাবিন অভিনীত ‘সাবা’ আসছে দুর্গা উৎসবে প্রেক্ষাগৃহে
গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘প্রিয় মালতি’ মুক্তির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘সাবা’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর, দুর্গা পূজার উৎসবকে ঘিরে।
চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে শহরের এক মধ্যবিত্ত পরিবারের তরুণী সাবাকে। বাবার মৃত্যু পর মায়ের একমাত্র অভিভাবক হয়ে ওঠে সে। হুইলচেয়ারে আবদ্ধ মা শিরিনকে দেখাশোনা করতে গিয়ে সাবাকে নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয়। আর্থিক অনটনের মধ্যেই হঠাৎ শিরিনের হার্ট অ্যাটাক হয় এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। মায়ের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সাবা।
গত বছরের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর এটি বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি এবং রেইনড্যান্সসহ বিশ্বব্যাপী প্রায় এক ডজন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
মেহজাবিনের সঙ্গে ‘সাবা’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও রোকেয়া প্রাচী।
**Photo: Collected
Comments
Post a Comment