‘নকশি কাঁথার জমিন’ আসছে ওটিটিতে
আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর আকরাম খানের ছবি ‘নকশি কাঁথার জমিন’ গত বছরের ২৭ ডিসেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। চলতি মাসের শেষ দিকে ‘আইস্ক্রিন’ প্ল্যাটফর্মে এটি দেখা যাবে।
হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে উঠে এসেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের করুণ বাস্তবতা। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দুই বোন রাহেলা ও সেলেহা। এ দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেন্তি। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
‘নকশি কাঁথার জমিন’ মূলত নারীদের ত্যাগ ও সংগ্রামের কাহিনি ফুটিয়ে তোলে। মুক্তিযুদ্ধকালীন সময়ের হত্যাযজ্ঞ, ঘরে-বাইরে বিভাজন, পরিবারে শত্রুতা ও সংঘাতের পাশাপাশি দুই বোনের আবেগ, দুর্বলতা ও দৃঢ়তাকে সামনে আনা হয়েছে ছবিটিতে।
ইতিমধ্যে ছবিটি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। পাশাপাশি ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) আইসিএফটি–ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়।
#নকশিকাঁথারজমিন #জয়াআহসান #মুক্তিযুদ্ধ #বাংলাচলচ্চিত্র
Comments
Post a Comment