হানিয়া আমির–হাসান মাসুদ গুজবের আসল সত্য জানালেন অভিনেতা
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বাংলাদেশে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা নানা পোস্ট দিচ্ছেন, সঙ্গে ছড়িয়ে পড়ছে কিছু মিমও। এরই মধ্যে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—হানিয়া আমির নাকি এক অনুষ্ঠানে বাংলাদেশি অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে বিষয়টি পুরোপুরি গুজব বলে জানিয়েছেন হাসান মাসুদ নিজেই। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমি হানিয়া আমিরকে চিনি না, তার বাংলাদেশে আসার কথাও জানতাম না। এমন কোনো অনুষ্ঠানে আমি ছিলাম না। ফেসবুকে কী পোস্ট হয়েছে তাও আমার জানা নেই।” তিনি আরও বলেন, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তথ্য যাচাই করে জানা যায়, প্রথমে একটি ফেসবুক পেজ মজা করে এই পোস্টটি ছড়ায়। এরপর বিভিন্ন গ্রুপ ও পেজে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটি সত্যি ভেবে শেয়ার করতে থাকেন, যা অযথা বিভ্রান্তি তৈরি করে। হাসান মাসুদ এ ঘটনাকে ‘ফেক’ এবং ‘বিব্রতকর’ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, হানিয়া আমির এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। মূলত কয়েকটি প্রোগ্রামে অংশ নিতেই তার ঢাকায় আসা। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি উপস্থাপকের প্রশ্নের উত্তর দেন এবং দর্শকদের সঙ্গেও সরাসরি কথা বলেন।
**হানিয়া আমির ও হাসান মাসুদ। ছবি: সংগৃহীত
Comments
Post a Comment