সুনেরাহর নতুন পথচলা: প্রথমবার ধারাবাহিকে ‘এটা আমাদের গল্প’


মডেল থেকে অভিনেত্রী হয়ে ওঠা সুনেরাহ বিনতে কামাল এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন টিভি ধারাবাহিকে। ২০১৯ সালে তানিম রহমান অঙ্খশুর পরিচালিত নো ডরাই চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নজর কাড়েন তিনি।
টেলিভিশনে তার প্রথম যাত্রা ছিল ২০২২ সালে, তাহসানের সঙ্গে একক নাটক শূন্য থেকে শুরু–এর মাধ্যমে। গত বছর রাগীব রাইহানের ডাবাঘরে নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করে ছোট পর্দায় নিয়মিত মুখ হয়ে ওঠেন সুনেরাহ। প্রায় প্রতি মাসেই ইউটিউব চ্যানেলে তার অভিনীত নতুন নাটক প্রকাশ পাচ্ছে।
এবার তিনি প্রথমবারের মতো ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পারিবারিক সিরিজ এটা আমাদের গল্প–এ সায়রা চরিত্রে দেখা যাবে তাকে। রোববার (২১ সেপ্টেম্বর) সুনেরাহর এই নতুন লুক প্রকাশ করা হয় ক্যাপশনে লেখা ছিল— “A family series. It begins with family, it ends with family.”


জনপ্রিয় ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড, গ্রাজুয়েট এবং মাইক–এর নির্মাতা রাজ এবারও পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে হাজির হচ্ছেন। গত ঈদে তার নির্মিত এটা তোমাদের গল্প প্রশংসিত হয়েছিল, তখনই নতুন সিরিজের আভাস দিয়েছিলেন তিনি। সুনেরাহর চরিত্র প্রকাশের মাধ্যমেই নতুন এই ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা এলো। এতে খায়রুল বাশারও অভিনয় করবেন, অন্য অভিনেতাদের নাম পর্যায়ক্রমে জানানো হবে।
অভিনয়ের পাশাপাশি সুনেরাহ চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন। এবারের ঈদুল ফিতরে শিহাব শাহীনের দাগি–তে আফরান নিশোর সঙ্গে এবং ঈদুল আজহায় তানিম নূরের উৎসব ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। যদিও বেছে বেছে কাজ করছেন, তবু দুই ছবিতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে।
**Photo: Collected


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]