জাতীয় পুরস্কারে সম্মানিত শাহরুখ খান, আবেগঘন প্রতিক্রিয়ায় গৌরী খান
বলিউডের ‘বাদশাহ’ খ্যাত শাহরুখ খান এবার পেলেন তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে অবদান রাখা এই তারকার হাতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
জমকালো সেই আয়োজনে শাহরুখকে পুরস্কৃত করার মুহূর্তে উচ্ছ্বাসে ভাসেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। যদিও বিজয়ীদের নাম ঘোষণা হয়েছিল গত আগস্টের শুরুতেই, এবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হলো।
শাহরুখের এই অর্জনে সবচেয়ে বেশি আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী, গৌরী খান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন—
“কি অসাধারণ যাত্রা ছিল তোমার, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। তুমিই এ সম্মানের যোগ্য। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল আজ হাতে এসেছে। এই পুরস্কারের জন্য আমি একটি বিশেষ শোকেস ডিজাইন করছি।”
এদিন আরও পুরস্কৃত হয়েছেন— সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’ চলচ্চিত্রের জন্য বিক্রান্ত ম্যাসি, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য রানি মুখার্জি। দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। সেরা হিন্দি চলচ্চিত্র হয়েছে ‘কাঁঠাল: অ্যা জ্যাকফ্রুট মিস্ট্রি’। অন্যদিকে ‘সাম বাহাদুর’ চলচ্চিত্রের ঝুলিতে উঠেছে তিনটি জাতীয় পুরস্কার।
**Photo: Collected
#ShahRukhKhan #NationalAward #GauriKhan #Bollywood
Comments
Post a Comment