সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে প্রহ্লাদ কাক্করের নতুন মন্তব্য


বলিউডের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ভারতের খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কর। তার মতে, এই সম্পর্ক ছিল ঐশ্বরিয়ার জীবনের এক কঠিন অধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রহ্লাদ বলেন— সম্পর্ক ভাঙার কষ্ট নয়, বরং ইন্ডাস্ট্রির অনেক মানুষের সালমানের পক্ষে দাঁড়ানো এবং ঐশ্বরিয়াকে একঘরে করে দেওয়াই তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল।

প্রহ্লাদের বর্ণনায়, সম্পর্ক শেষ হওয়ার আগেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। তিনি জানান, সালমান ছিলেন অতিরিক্ত আসক্ত এবং মাঝে মাঝে শারীরিকভাবে আক্রমণাত্মক। “কীভাবে এমন একজনকে সামলানো যায়? আমি তখন ঐশ্বরিয়ার পরিবারের একই ভবনে থাকতাম। সালমান মাঝেমধ্যেই লিফট লবিতে হৈচৈ করত, দেয়ালে মাথা ঠুকত। সম্পর্কটা তখন অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। বিচ্ছেদ ঐশ্বরিয়া ও তার পরিবারের জন্য স্বস্তি ছিল,” বলেন প্রহ্লাদ।

তিনি আরও যোগ করেন, আশপাশের মানুষ যখন সমর্থন না দিয়ে উল্টো দোষারোপ করে, তখন মানসিক ক্ষত আরও গভীর হয়। এই সময়েই ঐশ্বরিয়ার ইন্ডাস্ট্রির প্রতি আস্থা ভেঙে গিয়েছিল।

**সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত 
#SalmanAishwarya #BollywoodControversy #PrahladKakkar #IndianCinema

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]