বলিউডে পথচলার অভিজ্ঞতা শেয়ার করলেন তৃপ্তি দিমরি


সন্দীপ রেড্ডি ভঙ্গার আলোচিত ছবি ‘অ্যানিম্যাল’–এ নজরকাড়া অভিনয়ের পর থেকেই বলিউডে নিজের জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। সম্প্রতি ফিল্মফেয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন তাঁর শুরুটা কেমন ছিল এবং কীভাবে কঠিন লড়াই করে সামনে এগিয়েছেন।

তৃপ্তি জানান, ইন্ডাস্ট্রিতে বাইরের মানুষদের জন্য কাজ পাওয়া সহজ নয়, তবে সংগ্রাম আসলে সবার ক্ষেত্রেই থাকে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন—
“শুরুর দিকে প্রায় দেড় বছর ধরে প্রতিদিন তিন-চারটি অডিশন দিতাম। মজার ব্যাপার হলো, শুটিংয়ের চেয়ে অডিশনই আমাকে বেশি নার্ভাস করত। কারণ এক–দু’টি টেকেই চরিত্রের মূল রূপ ফুটিয়ে তুলতে হতো। সীমিত সময় ও সংক্ষিপ্ত নির্দেশনা নিয়েই সেখানে চরিত্রকে জীবন্ত করে তুলতে হয়।”

তিনি আরও যোগ করেন, কাজ হাতে পেলেই নতুন দায়িত্ব এসে যায়। প্রতিবার নতুনভাবে কিছু করার চেষ্টা থাকে যাতে দর্শক একঘেয়েমি অনুভব না করেন, আর নিজেও অভিনয় করতে করতে ক্লান্ত না হয়ে পড়েন। তাঁর ভাষায়, “এটাই আসলে আশীর্বাদ, কারণ অনেক প্রতিভাবান শিল্পী এখনও সুযোগ পাননি।”

তৃপ্তি দিমরির বলিউডে যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে, পোস্টার বয়েজ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন লায়লা-মজনু, বুলবুল এবং কলা–তে। তবে অ্যানিম্যাল–এ সহ-অভিনেত্রী হিসেবে তার শক্তিশালী উপস্থিতিই তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ‘ধড়ক টু’–তে তাঁকে দেখা গেছে, যা ইতোমধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

*Photo: Collected

#TriptiDimri #BollywoodJourney #AnimalMovie #Dhadhak2


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]