নাসির উদ্দিন খান ফিরছেন ওটিটি থ্রিলারে ‘নয়া নোট’।
‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের ব্যাপক প্রশংসা পাওয়া অভিনেতা নাসির উদ্দিন খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম ‘নয়া নোট’-এ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম লুক পোস্টার, যা ইতোমধ্যেই কৌতূহল জাগিয়েছে দর্শকমহলে।
তরুণ নির্মাতা অনন্য প্রতীক চৌধুরী ফেসবুকে পোস্টারটি শেয়ার করেন। পোস্টারে দেখা যায়—নাসির উদ্দিন খান এক ভিন্ন লুকে, হাতে নতুন ৫০ টাকার নোট। পোস্টের ক্যাপশনে অনন্য লিখেছেন, “এই পৃথিবীতে সবাই কারও না কারও কাছে ভিক্ষুক—কেউ পাঁচ টাকার, কেউবা কোটি টাকার।” তিনি জানান, ‘নয়া নোট’ হচ্ছে তার পরিচালনায় প্রথম ফিচার এবং শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম iScreen-এ।
একইসঙ্গে আইস্ক্রিন নিজেদের অফিসিয়াল পোস্টে লেখে, “হাতে নতুন নোট, মুখে হাসি। নাসির উদ্দিন খানের চরিত্রে কী রহস্য লুকিয়ে আছে?” তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ছবির বাকি অভিনয়শিল্পীদের নামও এখনো গোপন রাখা হয়েছে।
ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনন্য প্রতীক চৌধুরী নিজেই। তিনি বিশিষ্ট নির্মাতা অরুণ চৌধুরী ও চলচ্চিত্রকার চয়নিকা চৌধুরীর ছেলে। ছেলের প্রথম ফিচার পরিচালনা প্রসঙ্গে বাবা অরুণ লিখেছেন, “সে ইতিমধ্যেই ‘মায়াবতী’, ‘জলে জ্বলে তারা’র মতো সিনেমায় নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছে। বাবা ও সহকর্মী হিসেবে আমি তার নতুন যাত্রায় শুভকামনা জানাই।” মা চয়নিকা লিখেছেন, “অভিনন্দন অনন্য। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমরা একসঙ্গে দেখব।”
দর্শকের জন্য, অ্যালেন স্বপনের পরিচিত চরিত্র থেকে নাসির উদ্দিন খানের এই নতুন রূপান্তর নিঃসন্দেহে ওটিটি পর্দায় তার অবস্থানকে আরও মজবুত করে তুলবে।
**Photo: Sheikh Mehedi Morshed
Comments
Post a Comment