✨ মেহজাবীনের ‘সাবা’: আন্তর্জাতিক সাফল্যের পর আসছে দেশীয় প্রেক্ষাগৃহে ✨
মেহজাবীন অভিনীত ‘সাবা’ শিগগিরই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। গত বছর "প্রিয় মালতি" সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন মেহজাবীন চৌধুরী। তবে তার প্রকৃত প্রথম ছবি আসলে "সাবা"। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন জানান, খুব শিগগিরই "সাবা" দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা যাবে। ছবিটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। ইতিমধ্যেই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দৈনিক আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক মাকসুদ হোসেন নিশ্চিত করেছেন, "সাবা" প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। তিনি বলেন, “মুক্তির তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে। আমরা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরে শুরুর দিকে মুক্তির পরিকল্পনা করছি।”
ছবিটির কাহিনি ঘুরে দাঁড়িয়েছে সাবাকে কেন্দ্র করে, যিনি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবাকে হারানোর পর তিনি হয়ে ওঠেন মায়ের একমাত্র ভরসা। মা শিরিন সড়ক দুর্ঘটনায় হুইলচেয়ারে বন্দি হয়ে পড়েন। আর্থিক টানাপোড়েনে নিজস্ব স্বপ্ন বিসর্জন দিয়ে সাবা মায়ের দেখভাল করেন। একসময় শিরিন হঠাৎ হার্ট অ্যাটাক করলে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন, আর এ পরিস্থিতিতে ভেঙে পড়েন সাবা।
‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর ছবিটি প্রায় ডজনখানেক মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি ও রেইনড্যান্স। মেহজাবীনের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও রোকেয়া প্রাচী।
**Photo: Collected
#MehazabienChowdhury #SabaMovie #BangladeshiCinema #FilmRelease
Comments
Post a Comment