রাশমিকার হাতে হিরের আংটি, বিজয়ের সঙ্গেই কি বাগদান?

দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। বহুদিন ধরেই দুজনকে নিয়ে আলোচনায় ব্যস্ত ভক্তরা। যদিও কখনোই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারা, তবে সাম্প্রতিক কিছু ছবি আবারও জল্পনা বাড়িয়েছে।
রাশমিকার সাদা শার্ট, নীল জিনস আর রোদচশমায় নতুন ফটোশুট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে ভক্তদের চোখ আটকে গেছে তার অনামিকায় ঝলমল করা হিরের আংটিতে। অনেকে মনে করছেন, এটি তার বাগদানের আংটি। আর তাই প্রশ্ন উঠছে—বিজয়ের সঙ্গেই কি গোপনে বাগদান সেরেছেন অভিনেত্রী?


প্রসঙ্গত, রাশমিকা ও বিজয়কে একাধিকবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। যুগল ছবি প্রকাশ না করলেও একই জায়গা থেকে আলাদা ছবি শেয়ার করায় ভক্তদের কৌতূহল বেড়েছে। অনেকে বলছেন, বিজয়ের নাম উঠলেই রাশমিকার মুখে যে হাসি খেলে যায়, সেটাই সম্পর্কের গভীরতার ইঙ্গিত। অন্যদিকে বিজয় একবার জানিয়েছেন, তিনি সম্পর্কে আছেন, তবে কার সঙ্গে, তা প্রকাশ করেননি।
এর আগেও রাশমিকার হলুদ ও গোলাপি শাড়িতে তোলা কিছু ছবি ভাইরাল হয়েছিল, যা নিয়েও বিয়ের গুঞ্জন ওঠে। শোনা যায়, সেই ছবিগুলোও নাকি বিজয়ের বাড়িতেই তোলা হয়েছিল। সব মিলিয়ে এখন ভক্তদের প্রশ্ন—রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা কি সত্যিই বাগদান সারলেন, নাকি সবই কাকতালীয়?
ভক্তদের প্রত্যাশা, খুব শিগগিরই তাদের প্রিয় তারকাজুটি সুখবর দেবেন।


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]