সুপ্টির শক্ত লড়াই থেকে বাস্তবের মা—সবটুকুই মিশে আছে পরীমনির এই জয়ে

 


এবারের ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার OTT ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চিত্রনায়িকা পরীমনি। অনম বিশ্বাসের চলচ্চিত্র “রঙিলা কিতাব”-এ গর্ভাবস্থার কষ্টসহ জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা দৃঢ়চেতা ‘সুপ্টি’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগঘন পরীমনি বলেন, “আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি, হয়তো সামনে আরও পাবো। তবে এই পুরস্কার আমার কাছে সবসময় বিশেষ থাকবে। কারণ এটি এসেছে এক জননী চরিত্রে অভিনয়ের জন্য—যা আমি তখন ব্যক্তিগতভাবেও অনুভব করছিলাম। এই চরিত্রের মাধ্যমে আমি আবারও আমার মাতৃত্বযাত্রা নতুন করে অনুভব করেছি।”

দুই সন্তান পুন্য ও প্রিয়মকে নিয়ে বসবাস করা পরীমনি ঘরে ফেরার পর পেয়েছেন এক চমকপ্রদ অভ্যর্থনা। ফেসবুকে শেয়ার করা সেই মুহূর্তে তিনি লিখেছেন, “এখন আমার ঘরের দরজা খোলে ওরা। নানা ভাই চলে যাওয়ার পর কেউ এভাবে আমার ফেরার অপেক্ষায় থাকেনি। গত রাতে পুরস্কার নিয়ে বাসায় ফিরতেই দরজা খোলার সঙ্গে সঙ্গেই দু’জন একসঙ্গে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। জীবনে এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে? শুধু দোয়া করি, আল্লাহ যেন এ সুখকে কোনো খারাপ নজর না লাগে। আহা! কী সুন্দর, পূর্ণ এক জীবন আমার—রূপকথার মতো। আলহামদুলিল্লাহ।”


**Photo: Collected

#পরীমনি #RongilaKitab #BlendersChoiceAwards2024 #BanglaCinema


Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]