অভিনেতা শাহরুখ খানের ভক্তদের জন্য এ যেন এক দারুণ খবর
দীর্ঘ ১৭ বছর পর আবারও ফিল্মফেয়ার পুরস্কার মঞ্চে সঞ্চালকের আসনে ফিরছেন বলিউডের এই কিংবদন্তি তারকা। ২০০৮ সালে সর্বশেষ ফিল্মফেয়ার উপস্থাপনা করেছিলেন তিনি। এ বছর ৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এ মঞ্চ মাতাবেন শাহরুখ খান, সঙ্গে থাকবেন মানীশ পল এবং করণ জোহর।
সংগঠকরা গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ফিল্মফেয়ারের অফিসিয়াল ইনস্টাগ্রামে লেখা হয়, “দ্য সুপারস্টার, দ্য আইকন, দ্য এনিগমা—সবাই প্রস্তুত হোন, কারণ আসছেন এক এবং অদ্বিতীয় শাহরুখ খান।” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর আহমেদাবাদের ইকা অ্যারেনায়।
শাহরুখ এর আগে একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন। বিশেষ করে ২০০৩ ও ২০০৪ সালে সাইফ আলি খানের সঙ্গে তাঁর জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। পরবর্তীতে করণ জোহরের সঙ্গে ২০০৭ সালে এবং ২০০৮ সালে সাইফ, করণ ও বিদ্যা বালনের সঙ্গে একসঙ্গে উপস্থাপনা করেন তিনি। সেই বছরই ছিল তাঁর শেষ পূর্ণাঙ্গ সঞ্চালনার অভিজ্ঞতা। এরপর মাঝে মাঝে অতিথি উপস্থাপক হিসেবে মঞ্চে দেখা গেলেও মূল সঞ্চালনায় আর ছিলেন না।
এবারের আয়োজন আরও বিশেষ কারণ এটি প্রথমবারের মতো গুজরাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুজরাট পর্যটন করপোরেশন (TCGL) এবং ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে গাঁধীনগরে এক সমঝোতা স্মারক সই হওয়ার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
এরই মধ্যে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। কিরণ রাও পরিচালিত “লাপাট্টা লেডিজ” ২৪টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে, আর অ্যাকশন-ভিত্তিক ছবি “কিল” ১৫টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে।
**Photo: Collected
#ShahRukhKhan #FilmfareAwards2025 #BollywoodNews #AhmedabadEvents
Comments
Post a Comment