ছেলে জয়কে সঙ্গে নিয়ে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন


জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ শনিবার (১১ অক্টোবর)। ঢালিউডের এই প্রিয় মুখ আজ ৩৭ বছরে পা রাখলেন। শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী জন্মদিনের সূচনা করেছেন সবচেয়ে প্রিয় মানুষ—ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে।

জন্মদিনের আনন্দঘন মুহূর্তটি অপু বিশ্বাস নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু ও জয়। ছোট্ট জয় মায়ের দিকে তাকিয়ে ভালোবাসায় ভরা কণ্ঠে বলে ওঠে, “মম, হ্যাপি বার্থডে!” এরপর মা-ছেলে মিলে কেক কাটার আয়োজন শুরু করেন।

ভিডিওতে ধরা পড়ে মা-ছেলের সুন্দর সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলোও। দেখা যায়, কেকের ওপর থাকা মোমবাতি নিভাতে গিয়ে জয় বারবার চেষ্টা করেও পারছিল না। শেষে অপু হেসে নিজেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে বলেন, “চলো, এবার কেক কাটি।” এরপর দুজন একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেন আনন্দময় মুহূর্তটি।

ভিডিওটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত অপু বিশ্বাসকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন।

প্রসঙ্গত, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তিনি ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন ফটোশুট ও ইভেন্টে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তাঁদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে সেই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নানা আলোচনার মধ্য দিয়ে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।

#ApuBiswasBirthday #BangladeshiActress #MotherAndSonMoments #DhallywoodStar


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]