‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিমের বিয়ে- পাত্র রহস্যে ঘেরা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে খ্যাতি পাওয়া জায়রা ওয়াসিম বিয়ের পিঁড়িতে বসেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই সাবেক তারকা, যিনি ধর্মীয় কারণে বহু আগেই গ্ল্যামার জগত থেকে বিদায় নিয়েছিলেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন জায়রা। ক্যাপশনে তিনি লেখেন মাত্র একটি শব্দ— “কবুল”। ছবিগুলোর একটিতে দেখা যায়, কাবিননামায় স্বাক্ষর করছেন তিনি, মেহেদি রাঙা হাতে ঝলমল করছে হীরার আংটি। অন্য ছবিতে বিয়ের সাজে পাত্রের সঙ্গে পূর্ণিমার আলোয় তাকিয়ে আছেন জায়রা।
তবে পাত্রের নাম, পেশা বা মুখের পরিচয় কিছুই প্রকাশ করেননি তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘দঙ্গল’-এর এই অভিনেত্রী এখন সম্পূর্ণভাবে পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন।
২০১৬ সালে আমির খান অভিনীত ‘দঙ্গল’-এ কুস্তিগীর কন্যার ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন জায়রা। পরে আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ইসলামী অনুপ্রেরণায় অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জায়রা জানান, অভিনয় তাঁকে খ্যাতি দিলেও ধর্মীয় পথ থেকে দূরে সরিয়ে নিচ্ছিল।
অভিনয় ছাড়ার ছয় বছর পর, বিয়ের মাধ্যমে নতুন জীবনের সূচনা করলেন এই প্রাক্তন বলিউড তারকা।
*Photo: Collected
#ZairaWasim #DangalActress #BollywoodNews #ZairaWedding
Comments
Post a Comment