ট্রলের বিরুদ্ধে মুখ খুললেন কেয়া পায়েল
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সাধারণত অভিনয় কাজ নিয়েই আলোচনায় থাকেন। তবে এবার ভিন্ন কারণে তিনি এসেছেন আলোচনায়। ছোট ভাইয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করায় ট্রলের শিকার হতে হয়েছে তাকে।
গত ২৭ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট ভাই আরিয়ান আদভান (দ্বীপ)-এর জন্মদিন উপলক্ষে কয়েকটি ছবি শেয়ার করেন কেয়া। এর মধ্যে একটি ছবিতে ভাইকে আদুরে চুমু দিতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেই ছবিকে কেন্দ্র করেই নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি।
তবে চুপ না থেকে কেয়া পায়েল সরাসরি জবাব দিয়েছেন ট্রলকারীদের। মন্তব্যে তিনি লিখেছেন— “কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই। আমরা তিন ভাই-বোন, আমার পৃথিবী ওরা।”
সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে তিনি আরও জানান, পরিবারই তার সবকিছু। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়, ছোট ভাই কলেজে পড়ে এবং তাদের ছোট বোনের বয়স মাত্র ছয় বছর। তাই জন্মদিনে যত ব্যস্ততাই থাকুক না কেন, দিনটা বিশেষভাবে কাটানোর চেষ্টা করেন তিনি।
অভিনেত্রীর মতে, পরিবারের সঙ্গে ঘোরাঘুরির মুহূর্তগুলো তিনি প্রায়ই ফেসবুকে শেয়ার করেন। এবারও তা-ই করেছিলেন। কিন্তু ভাইকে শুভেচ্ছা জানিয়ে চুমুর ছবি পোস্ট করায় কিছু মানুষের নোংরা মন্তব্য তাকে কষ্ট দিয়েছে। কেয়া বলেন, “ওটা আমাদের কাছে মিষ্টি স্মৃতি। অথচ সেটিকেই বিকৃতভাবে দেখা হচ্ছে। আমি স্পষ্ট লিখেছি— সে আমার ছোট ভাই। তারপরও এমন মন্তব্য প্রমাণ করে, তাদের সামান্যও কমনসেন্স নেই।”
উল্লেখ্য, সর্বশেষ কুরবানির ঈদে কেয়া পায়েল অভিনীত নাটক ‘সম্মান’ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
Comments
Post a Comment