অভিনেতা বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দিঘী এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন



অভিনেতা বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দিঘী এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন মেহেদী হাসান হৃদয়ের নতুন চলচ্চিত্র ‘বিদায়’-এ। ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে ঈদুল ফিতরে আলোচনায় আসা এই নির্মাতা সম্প্রতি সুনামগঞ্জের তাহেরপুরে শুরু করেছেন তাঁর নতুন ছবির শুটিং।

দীর্ঘদিন ধরেই গোপন রাখা হয়েছিল এই প্রকল্পের নাম ও অভিনয়শিল্পীদের পরিচয়। প্রথমে গুঞ্জন উঠেছিল, মেহেদী হাসানের পরবর্তী ছবিতেও নাকি থাকছেন শাকিব খান। পরে খবর আসে, ছবির নায়ক হবেন সিয়াম আহমেদ। তবে প্রযোজক শহরিন আখতার জানিয়েছেন, সিয়ামকে নিয়ে পরিকল্পিত ‘বরবাদ’-এর সিক্যুয়েলটি আপাতত স্থগিত রাখা হয়েছে। বর্তমানে তাঁদের পুরো মনোযোগ ‘বিদায়’-এ।

তিনি বলেন, “এখন আমরা ‘বিদায়’ নিয়ে কাজ করছি। এতে বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দিঘীসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অভিনয় করছেন।”

গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়। সোমবার ইউনিটে যোগ দেন বাপ্পারাজ। ছবিতে তিনি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন— যা তাঁর দীর্ঘ বিরতির পর বড়পর্দায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

প্রকল্পটি নিয়ে মন্তব্য জানতে চাইলে বাপ্পারাজ বলেন, “প্রযোজনা সংস্থার অনুরোধে আমরা এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। শুটিং শেষ হলে মাসের শেষে সব জানাতে পারব।”

দুই প্রজন্মের শিল্পী— অভিজ্ঞ বাপ্পারাজ ও তরুণী দিঘী—কে একসঙ্গে পর্দায় আনতে চলেছে ‘বিদায়’। ফলে সিনেমাটি ইতিমধ্যেই হয়ে উঠেছে আগামী বছরের অন্যতম প্রতীক্ষিত বাংলাদেশি চলচ্চিত্র।

#বাপ্পারাজ #দিঘী #বিদায়_সিনেমা #বাংলাদেশি_চলচ্চিত্র

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]