বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অবশেষে প্রকাশ করলেন তাদের কন্যা দুয়ার মুখ


দীপাবলির উৎসবকে ঘিরে ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে প্রথমবারের মতো দয়ার কিছু মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করেছেন তারা।

ছবিগুলোতে দেখা গেছে, রণবীর সাদা রঙের কুর্তা ও মানানসই কোটে অনন্য রূপে হাজির হয়েছেন, গলায় অলঙ্কার পরিহিত। অন্যদিকে দীপিকা লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে নজর কেড়েছেন সবার, সঙ্গে ছিল স্টেটমেন্ট জুয়েলারি। তবে পুরো আয়োজনের আসল আকর্ষণ ছিলেন ছোট্ট দয়া—মায়ের সঙ্গে মিল রেখে লাল পোশাকে সেজেছিলেন তিনি, আর হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে যেন ছড়িয়ে দিচ্ছিলেন দীপাবলির আলোর উচ্ছ্বাস। এক ছবিতে দেখা যায়, দীপিকা দয়াকে কোলে নিয়ে আছেন, আর রণবীর স্নেহভরে তাদের দুজনকে আলিঙ্গন করছেন।

অন্য একটি ফ্রেমে দীপিকা ও দয়া একসঙ্গে পূজা করতে দেখা যায়—যা মুহূর্তেই ছুঁয়ে যায় ভক্তদের মন।

ছবিগুলো প্রকাশের পর থেকেই বলিউড তারকা ও অনুরাগীদের মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স। হানসিকা মোটওয়ানি লিখেছেন, “খুবই কিউট!”, রাজকুমার রাও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “ঈশ্বর আশীর্বাদ করুন তোমাদের,” আর অনন্যা পান্ডে লিখেছেন, “ও মাই গড!”

উল্লেখ্য, দীপিকা ও রণবীর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের জীবনে আসে কন্যা সন্তান দয়া পাড়ুকোন।

*Photo: Collected

#DeepikaPadukone #RanveerSingh #DuaPadukone #Diwali2025


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]