সাবিলা নূর এখন ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রী, ‘রাক্ষস’-এ আসছে নতুন মুখ
শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’-এ অভিনয়ের পর থেকেই ঢালিউডে সবচেয়ে আলোচিত মুখদের একটিতে পরিণত হয়েছেন সাবিলা নূর। ভক্তরা যখন তার পরবর্তী বড় পর্দার কাজের অপেক্ষায়, তখন জানা যায় তিনি মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
তবে সেই সময়ই খবর আসে, সাবিলা যোগ দিয়েছেন তানিম নূর পরিচালিত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর দলে। দু’টি সিনেমার শুটিং সময় প্রায় কাছাকাছি হওয়ায় গুঞ্জন ওঠে—তিনি হয়তো একসঙ্গে দুটো প্রজেক্টেই কাজ করবেন। কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে, সাবিলা ‘রাক্ষস’ থেকে সরে দাঁড়িয়েছেন।
সূত্র জানায়, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘রাক্ষস’-এর শুটিং, যেখানে নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর কাজও—যেখানে সাবিলার সঙ্গে অভিনয় করবেন মশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। শিডিউলের সংঘাতের কারণে সাবিলা শেষ পর্যন্ত ‘রাক্ষস’ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে সাবিলা বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। এদিকে ‘রাক্ষস’-এর কথাবার্তাও এগোচ্ছিল। কিন্তু দুই সিনেমার শুটিং একসঙ্গে হওয়ায় আমাকে বেছে নিতে হয়েছে একটিকে। দুই পরিচালকই আমাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছেন। আমি ভেবেছি, একসঙ্গে দুই চরিত্রে মনোযোগ দেওয়া কঠিন হবে, তাই একটি প্রজেক্টে সম্পূর্ণ মনোনিবেশ করাই সঠিক।”
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ‘রাক্ষস’-এর জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। “আমরা ইতোমধ্যে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা বলেছি। চূড়ান্ত নাম শিগগিরই জানানো হবে,” বলেন তিনি।
*Photo: Collected
#SabilaNoor #BonolotaExpress #Rakkhosh #Dhallywood

Comments
Post a Comment