জনপ্রিয় দুই বাংলাদেশি তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিনকে এবার নাকি একসাথে দেখা যেতে পারে বড়পর্দায়!
আলোচনায় রয়েছে তারা কাজ করতে যাচ্ছেন ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতে।
গত শুক্রবার কলকাতায় কোয়েল মল্লিক আয়োজিত “স্বার্থপর” ছবির বিশেষ প্রদর্শনীতে হঠাৎ মুখোমুখি হন চঞ্চল ও ফারিন। অনুষ্ঠানে চঞ্চল জানান এক মজার কাকতালীয় ঘটনার কথা—
“আমরা কেউই জানতাম না যে দুজনেই কলকাতায় এসেছি। আমি এসেছি টনি দা (অনিরুদ্ধ রায় চৌধুরী)-এর সঙ্গে ছবির ব্যাপারে দেখা করতে, আর ফারিনও একই কারণে এসেছে। ঘটনাচক্রে দেখা হয়ে গেল!”
চঞ্চল আরও বলেন, “এখনও কিছু চূড়ান্ত নয়, আলোচনা চলছে। তবে সম্ভাবনা আছে—আশা করছি একসাথে কাজ করতে পারব।”
ফারিনও বলেন, “আলোচনা চলছে, তবে এখনই কিছু বলা ঠিক হবে না।”
উল্লেখ্য, অনিরুদ্ধ রায় চৌধুরী প্রায় এক দশক পর এ বছর “ডিয়ার মা” সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে ফিরেছেন, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন জয়া আহসান। ফলে এবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—চঞ্চল ও ফারিনকে কি সত্যিই দেখা যাবে টনি দার নতুন ছবিতে?
*Photo: Collected
#চঞ্চলচৌধুরী #তাসনিয়াফারিন #অনিরুদ্ধরায়চৌধুরী #বাংলাচলচ্চিত্র

Comments
Post a Comment