আলোর মঞ্চে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন নওবা তাহিয়া হোসেন
ছোটবেলায় বৃহস্পতিবারে শিশুকল্যাণ একাডেমিতে কবিতা আবৃত্তি আর সঞ্চালনার পাঠ দিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। তারপর শিশুদের অনুষ্ঠান, নাটক, সঞ্চালনা—সবই যেন একে একে এসে মিলে গেল অভিনয়ে।
‘চুপিচুপি’ নাটকের সাফল্য তাঁকে এনে দিল কোটি দর্শকের ভালোবাসা। আর ওটিটি প্ল্যাটফর্মে ‘পুনর্মিলনে’ কিংবা ওয়েব ফিল্ম ‘নয়া নোট’-এ তাঁর সাবলীল অভিনয় প্রমাণ করেছে, তিনি বাড়তি কিছু না করেও চরিত্রকে বাস্তব করে তুলতে জানেন।
শুটিং আর পড়াশোনার মাঝে ভারসাম্য নয়, বরং মনোযোগী থাকা—এই সহজ দর্শনেই এগোচ্ছেন তিনি। নওবার কথায়, “যখন পড়ি, তখন শুধু পড়ি। যখন কাজ করি, তখন শুধু কাজ করি।”
সহঅভিনেতা পার্থো শেখের সঙ্গে জুটি হয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন বারবার। তবে ব্যক্তিগত জীবনে তিনি পেশাদারিত্বকেই প্রাধান্য দেন। বড় পর্দায় যেতে তাড়া নেই তাঁর, স্বপ্ন আছে আগে ছোট পর্দায় পূর্ণতা আনার।
শৈশবের অনুপ্রেরণা থেকে আজকের ট্রেন্ডিং তারকা হয়ে ওঠা—নওবা তাহিয়া প্রমাণ করেছেন, খ্যাতি ধাওয়া করে পাওয়া যায় না, সত্যিকারের কাজই সেটিকে কাছে আনে।
**Photo: Sheikh Mehedi Morshed
#NawbaTahiya #GenZStar #BangladeshiDrama #OTTActress
Comments
Post a Comment