নুহাশ হুমায়ূনের অ্যান্থলজি ‘ওয়াক্ত’ এবার যাচ্ছে এসএক্সএসডব্লিউ সিডনি উৎসবে।
দক্ষিণ এশিয়ার তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম আলোচিত নাম নুহাশ হুমায়ূন এবার পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সাউথ বাই সাউথওয়েস্ট (SXSW) সিডনি ফেস্টিভ্যালে। চর্চিত অ্যান্থলজি সিরিজ ‘দুই শ’-এর দ্বিতীয় মৌসুমের একটি পর্ব ‘ওয়াক্ত’ নির্বাচিত হয়েছে উৎসবটির ইপিসোডিক বিভাগে। উৎসবটি শুরু হবে আগামী ১৩ অক্টোবর।
গত ডিসেম্বর চর্কিতে মুক্তি পাওয়া এই পর্বটি সহলেখক গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূনের যৌথ রচনায় নির্মিত। পাঁচ বন্ধুর পাপ ও সেই পাপের প্রতিফলন হিসেবে তাদের জীবনে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার গল্পই বলা হয়েছে এতে। অভিনয়ে আছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান, আব্দুল্লাহ আল সেন্তু, রফায়েতুল্লাহ সোহন, সাইকাত, সাহানা সুমি ও ইয়াশরিব হাবিব।
নুহাশ প্রথম আলোকে বলেন, “এই কাজটি একসঙ্গে উৎসব কিউরেটর ও স্থানীয় দর্শকদের কাছ থেকে সমান প্রশংসা পেয়েছে—যা খুবই বিরল। সাধারণত কোনো কাজ হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, নয়তো দর্শকপ্রিয় হয়। কিন্তু ‘ওয়াক্ত’ দুটোই অর্জন করেছে।”
‘ওয়াক্ত’-এর পাশাপাশি ‘দুই শ’ অ্যান্থলজিতে আরও তিনটি গল্প রয়েছে—‘ভাগ্য ভালো’, ‘বেসুরা’ ও ‘অন্তরা’। এই প্রজেক্টের মাধ্যমে কবি গুলতেকিন খানের চিত্রনাট্য রচনায় অভিষেক ঘটে। তিনি বলেন, “শুরুতে ভয় লাগছিল। কিন্তু নুহাশ যখন বললেন, সত্যি সত্যিই আমার লেখাটা পছন্দ হয়েছে, তখন সাহস পেলাম। এরপর আমরা একসঙ্গে গল্পটি লিখি।”
এর আগে নুহাশের আলোচিত সিরিজ ‘পেটকাটা শো’ ২০২২ সালে রেইনড্যান্স ফেস্টিভ্যালে সেরা আন্তর্জাতিক ফিচার পুরস্কার জিতেছিল এবং নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবেও প্রদর্শিত হয়। চলতি বছরের জুলাইয়ে ‘দুই শ’-এর নতুন মৌসুমও অংশ নেয় কানাডার ফ্যান্টাসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘মশারি’ ও ‘ফরেনার্স ওনলি’-এর মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত কাজের পর এবার এসএক্সএসডব্লিউ সিডনিতে নুহাশের উপস্থিতি বাংলাদেশি স্ট্রিমিং কনটেন্টের ক্রমবর্ধমান বিশ্বমানের অবস্থানকে আরও একধাপ এগিয়ে দিল।
*Photo: Collected
#NuhashHumayun #Waqt #SXSW_Sydney #BangladeshiCinema
Comments
Post a Comment