অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি ভাইরাল, ক্ষোভে ফুঁসলেন সোনাক্ষী!
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেপ্টেম্বরেই ইনস্টাগ্রামে নিজের প্রেগন্যান্সির সুখবর জানিয়েছিলেন তিনি। তবে এতদিনেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেননি অভিনেত্রী। অবশেষে শুক্রবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ে নিজের বাড়ির বারান্দায় দাঁড়ানো অবস্থায় তার একটি ঝাপসা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে হালকা গোলাপি পোশাকে ক্যাটরিনাকে দেখে অনুরাগীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি ক্ষুব্ধও — কারণ ছবিটি তোলা হয়েছে তার অনুমতি ছাড়াই।
এই ঘটনায় সরব হয়েছেন সোনাক্ষী সিনহা। ভাইরাল পোস্টের কমেন্ট সেকশনে তিনি লিখেছেন, “নিজের বাড়িতে থাকা একজন নারীর ছবি অনুমতি ছাড়া তুলে প্রকাশ করা? লজ্জাজনক! এটা সরাসরি অপরাধ।” তার মন্তব্যের পরই সংশ্লিষ্ট মিডিয়া পোর্টাল পোস্টটি মুছে ফেলে।
নেটিজেনরাও সোনাক্ষীর এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, “যাক, কেউ তো ঠিক কথাটা বলল।” আরেকজন মন্তব্য করেছেন, “সোনাক্ষী যা বলেছেন, তা শুনতেই হতো — এভাবে গোপনে ছবি তোলা একেবারেই অনৈতিক।”
এখনও পর্যন্ত ক্যাটরিনা বা ভিকি কৌশল এই ঘটনায় কোনও মন্তব্য করেননি। তবে তাদের অনুরাগীরা একবাক্যে বলছেন — ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো শেখা দরকার সকলেরই। ❤️
#KatrinaKaif #SonakshiSinha #BollywoodNews #PrivacyMatters


Comments
Post a Comment