জনপ্রিয় ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে আসছে চমক
এবার জানা গেল, এই সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, যাকে শুরুতে এই প্রজেক্টে যুক্ত করার কথা ছিল, তিনি আর থাকছেন না বলে জানা গেছে।
সিনেমার সঙ্গে যুক্ত একাধিক সূত্রে জানা গেছে, ফারিনের সঙ্গে নির্মাতাদের আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে এবং তিনি এই সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন। অন্যদিকে, ইধিকা পালের নাম নিয়ে যে গুঞ্জন চলছিল, তা অবশেষে সত্য প্রমাণিত হলো না—তিনি ‘প্রিন্স’-এ থাকছেন না।
‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, প্রযোজনায় রয়েছেন শিরিন সুলতানা, ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে। এটি হবে একটি অ্যাকশনধর্মী সিনেমা, যেটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে এর শুটিং।
#তাসনিয়াফারিন #শাকিবখান #প্রিন্স #বাংলাচলচ্চিত্র

Comments
Post a Comment