বলিউড তারকা গোবিন্দ হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) ভোরে হঠাৎ নিজ বাসায় অচেতন হয়ে পড়েন এই অভিনেতা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। গোবিন্দর আইনজীবী ললিত বিন্দাল জানান, “মধ্যরাতে হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করেন গোবিন্দ। কিছুক্ষণ পরেই জ্ঞান হারান। এরপর বিলম্ব না করে নার্সিহাম হাসপাতালে ভর্তি করা হয়।”
তিনি আরও জানান, অভিনেতার কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে, এখন রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। তবে বর্তমানে গোবিন্দর অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, একদিন আগেই গোবিন্দ প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় তাকে বেশ গম্ভীর দেখা যায়। আর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিজেই অসুস্থ হয়ে পড়লেন এই প্রিয় তারকা।
এর আগেও, গত বছরের অক্টোবরে একটি দুর্ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দ। তখন নিজের রিভলভার পরিষ্কার করার সময় ভুলবশত গুলি ছিটকে গিয়ে তার হাঁটুতে লাগে। তিনদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।
🙏 ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
#Govinda #BollywoodNews #GetWellSoon #IndianActor

Comments
Post a Comment