‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া
এ খবর প্রকাশ হতেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত এ সিজনটি আগেই আলোচনায় ছিল কাবিলা, হাবু, পাসা, নেহাল ও নোয়াখালীর জাকিরার কারণে। এবার গল্পে আসছে আরেকটি নতুন রঙ।
গত কয়েকদিন ধরেই নির্মাতা অমি সোশ্যাল মিডিয়ায় ‘চমক’ নিয়ে টিজ দিচ্ছিলেন। পোস্টারে অভিনেত্রীর মুখ না দেখানোর কারণে জল্পনা আরও বেড়ে যায়। অবশেষে ১৩ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হলো সেই রহস্য—নতুন চমক হিসেবে সিরিজে যোগ দিচ্ছেন অর্চিতা স্পর্শিয়া।
চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্পর্শিয়া জানান—বেশ কিছুদিন ধরে সিরিয়াস ধারার কাজে বেশি যুক্ত ছিলেন তিনি। এবার দর্শকদের আরও কাছাকাছি যেতে চেয়েছিলেন কিছু প্রাণবন্ত, রঙিন ও মজার কাজের মাধ্যমে। সেই ভাবনা থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রস্তাব হাতে পেয়ে তৎক্ষণাৎ সম্মতি দেন।
তিনি আরও বলেন, কাজল আরেফিন অমির সঙ্গে এটিই তার প্রথম কাজ। স্পর্শিয়ার মতে, অমি একজন দক্ষ নির্মাতা এবং যে কোনো শিল্পীরই ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকে। তাদের এই নতুন কোলাবরেশন দর্শকদের জন্য কিছু শক্তিশালী ও স্মরণীয় মুহূর্ত নিয়ে আসবে বলে তিনি আশাবাদী।
*Photo: Collected
#BachelorPointSeason5 #OrchitaSporsia #KajalArefinAmi #BanglaSeriesBuzz

Comments
Post a Comment