সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কিংবদন্তি লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানাতে বিশেষ প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছে

 শিল্প-সাহিত্যের মহানায়কদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার চলমান উদ্যোগের অংশ হিসেবে তৈরি এই ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন “দেবী” খ্যাত নির্মাতা অনাম বিশ্বাস। মাত্র ২৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রে নতুনভাবে তুলে ধরা হয়েছে হুমায়ূনের জীবন, সৃষ্টিশীলতা ও বাংলা সাহিত্য–টেলিভিশন–চলচ্চিত্রে তাঁর অতুলনীয় প্রভাব।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় ভিডিওটি। ক্যাপশনে হুমায়ূন আহমেদকে বর্ণনা করা হয়েছে “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকই নন, তিনি চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও গীতিকারও”—এই পরিচয়ে। আরও বলা হয়, হিমু, মিসির আলি, রূপা, শুভ্র—এমন অসংখ্য চরিত্র তাঁর কলমেই প্রাণ পেয়েছে। ‘সেলিব্রেটিং বাংলাদেশি লেজেন্ডস’ সিরিজের অংশ হিসেবেই এই ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে, যা সংস্কৃতি মন্ত্রণালয় প্রযোজনা করছে।

প্রায় তিন মাস আগে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, বাংলাদেশি সমকালীন শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে। হুমায়ূন আহমেদকে ঘিরে এই বিশেষ উদ্যোগ সেই ঘোষণার বাস্তবায়ন বলেই বিবেচিত হচ্ছে।

নিজের সামাজিক মাধ্যমেও ভিডিওটি শেয়ার করে ফারুকী লিখেছেন, “চলুন, মানুষটিকে—মিথটিকে—আরও একবার উদযাপন করি।” প্রামাণ্যচিত্রে হুমায়ূনের লেখনী, ভাবনা ও সৃজনপ্রক্রিয়া নিয়ে কথা বলেছেন গুণী অভিনেতা–নির্মাতা–চিত্রশিল্পী আফজাল হোসেন। তাঁকে দেখা যায় হুমায়ূনের লেখার অংশও পাঠ করতে। পাশাপাশি স্মৃতি ও অনুভব শেয়ার করেছেন লেখক ও সাংবাদিক ফরুক ওয়াসিফ, লুনা রুশদী, পারমিতা হিমসহ আরও অনেকে।

#️⃣ #HumayunAhmed #BangladeshiLegends #CulturalAffairs #Documentary


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]