১০টা ৩৮ মিনিটে সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা সহ বিভিন্ন এলাকা
গতকাল সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা সহ বিভিন্ন এলাকা। হঠাৎ কম্পনে ঘর-বাড়ি ও অফিস থেকে আতঙ্কে বের হয়ে আসে মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করছেন—শোবিজ তারকারাও এর বাইরে নন।
গায়ক ইমরান মাহমুদুল লিখেছেন, “আল্লাহ! জীবনে এত তীব্র ভূমিকম্প অনুভব করিনি। আল্লাহ আমাদের হেফাজত করুন।”
অভিনেত্রী আশা হাবিব ভাবনা বলেন, “আল্লাহ রহম করুন, জীবনে এমন ভূমিকম্প কখনও টের পাইনি!”
অভিনেতা-পরিচালক কোচি খন্দকার জানান, “গভীর ঘুম থেকে ভূমিকম্পে জেগে উঠলাম। কথা শুনেছি ভূমিকম্প কত ভয়ংকর হতে পারে—আজ নিজে অনুভব করলাম। মানুষ মানুষের পাশে দাঁড়াক।”
অভিনেতা আবদুন নূর সাজল লিখেছেন, “ওটা কি ভূমিকম্প ছিল? আল্লাহ সবাইকে রক্ষা করুন।”
রওনক হাসান জানান, “এই যে কী নাড়িয়ে গেল! সবার কি সব ঠিক আছে?”
অভিনেতা রাশেদ মামুন অপু জানান, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়িয়েছে ঢাকা। বাড়িতে একা ছিলেন তিনি, দুই সন্তান দুই জায়গায়। “হঠাৎ মনে হলো সব ভেঙে পড়ছে। গ্লাস-ফিটিং কাঁপছে, মনে হচ্ছিল আর সন্তানদের দেখা নাও পেতে পারি। ছয়তলা দৌড়ে নেমে ছুটে গেলাম ছোটটার স্কুলে। আলহামদুলিল্লাহ, সবাই নিরাপদ।”
জামিল হোসেন লেখেন, “বড়সড় ভূমিকম্প! আল্লাহ রহম করুন।”
অভিনেত্রী সামন্তা পারভেজ লিখেছেন, “এত কিছুর পরও মানুষ আল্লাহকে ভয় করে না! ভূমিকম্পের উপকেন্দ্র ঘোরাশাল, নরসিংদী—আমার এলাকা।”
জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন পোস্ট করেছে, “তীব্র ভূমিকম্প। আল্লাহ সকলকে রক্ষা করুন। তাঁর রহমত ছাড়া এই ঢাকা ভেঙে পড়তে বেশি সময় লাগবে না।”
কুদ্দুস বয়াতি জানান, “জীবনে সবচেয়ে শক্ত কম্পন এটা।”
অভিনেতা ফারুক আহমেদ বলেন, “১৪ তলা ভবনের ৫তলায় থাকি। নাস্তা শেষ করতেই ভবন হঠাৎ দুলতে শুরু করল। জানালা দিয়ে দেখলাম পাশের ভবন দোলনার মতো নড়ছে। মানুষ চিৎকার করছে। মনে হচ্ছিল সব ভেঙে পড়বে। জীবনে এত শক্ত কম্পন টের পাইনি।”
অভিনেত্রী বর্ষা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেঁচে গেলাম। আরও ৫–৬ সেকেন্ড হলে কী হতো বলা মুশকিল। কোরআনের সূরা যিলজালাহ-তে বর্ণিত সেই ভয়াবহ দিনের মতো মনে হচ্ছিল—একদিন ঠিক এমনই কোনো শুক্রবারে সবকিছু কেঁপে উঠবে।”

Comments
Post a Comment