প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্বের দৃষ্টান্ত গড়লেন আমির খান
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ শুধু অভিনয়েই নয়, ব্যক্তিজীবনেও দেখালেন পরিপক্বতার এক অনন্য উদাহরণ। সম্পর্ক ভেঙে গেলেও যে সম্মান আর বন্ধুত্ব টিকে থাকতে পারে—তা আবারও প্রমাণ করলেন আমির।
বর্তমানে গৌরী স্প্র্যাটকের সঙ্গে সম্পর্কে থাকলেও তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে আমিরের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ। সন্তানদের প্রতিও রয়েছে সমান দায়িত্ববোধ।
সম্প্রতি প্রথম স্ত্রী রিনা দত্তের আর্ট এক্সিবিশনে হঠাৎ হাজির হয়ে তাকেই চমকে দেন আমির। মুম্বাইয়ের নেহেরু সেন্টার আর্ট গ্যালারির প্রদর্শনীতে এই উপস্থিতি রিনার জন্য ছিল এক বিশাল সারপ্রাইজ। পরে ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে রিনা লিখেছেন—“যখন প্রাক্তন হঠাৎ এসে চমকে দেয়! আমার শিল্পযাত্রায় পাশে থাকার জন্য ধন্যবাদ, আমির।”
ছবিতে রিনাকে কালো প্রিন্টেড শাড়িতে এবং আমিরকে সবুজ কুর্তা–কালো প্যান্টে দেখা যায়। উল্লেখ্য, ১৯৮৬ সালে তাদের বিয়ে এবং ২০০২ সালে বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান জুনেদ ও ইরা। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির; যাদের ছেলে আজাদ। ২০২১ সালে তারা আলাদা হন, তবে সম্পর্কের উষ্ণতা এখনো অটুট।
বর্তমান প্রেম নিয়ে আমির খুব বেশি কথা না বললেও মাঝে মধ্যেই গৌরীর সঙ্গে তাকে একসঙ্গে দেখা যায়।
*Photo: Collected
#AamirKhan #BollywoodNews #CelebrityStory #EntertainmentBuzz

Comments
Post a Comment