শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’–এ কি সত্যিই যোগ দিচ্ছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু?
তাসনিয়া ফারিনকে আগেই ছবির অন্যতম নায়িকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই শোনা যাচ্ছিল, আরও এক নায়িকা থাকছেন তার সঙ্গে। বহুদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে প্রযোজনা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে—জ্যোতির্ময়ী কুণ্ডুই আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হয়েছেন।
এর আগে যদিও বলা হচ্ছিল যে, এই চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার আরেক অভিনেত্রী ইধিকা পাল। তবে শেষ পর্যন্ত নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জ্যোতির্ময়ীকেই নির্বাচন করেছেন।
অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, আর লক্ষ্য রাখা হয়েছে আগামী ঈদে মুক্তি দেওয়ার।
টেলিভিশন সিরিজ ‘বধূয়া’ দিয়ে অভিনয়ে পথচলা শুরু করেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এ ছাড়া দেব অভিনীত তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রজাপতি ২’ ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে।
#PrinceMovie #ShakibKhan #JyotirmoyeeKundu #BanglaFilmNews

Comments
Post a Comment