অপ্রকাশ্য প্রস্তুতি, জমজমাট শুটিং—শুভ–মিম জুটির নতুন ছবিকে ঘিরে চূড়ান্ত উত্তেজনা!
বাংলাদেশি সিনেমার জনপ্রিয় জুটি আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম চার বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন একসঙ্গে—এবার আরও গোপনীয়তা, আরও প্রস্তুতি আর আরও অ্যাকশনের প্রতিশ্রুতি নিয়ে। রাজশাহীর পবা থেকে শুরু হয়ে নাটোরে চলছে ছবির শুটিং। পুরো ইউনিট মুখে কুলুপ এঁটেছে—পরিচালক সাইফ চন্দনও কিছু বলছেন না এখনই। তবে ভেতরের খবর, ছবির সম্ভাব্য নাম “মালিক” অথবা “শিকার”।
অ্যাকশন ঘরানার এই ছবির জন্য শুভ–মিম দুজনই নিজেদের নতুনভাবে তৈরি করেছেন। কঠোর ডায়েট, ফিটনেস রুটিন, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ—সব মিলিয়ে দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে প্রস্তুতি। এমন চরিত্র দু’জনের আগের কোনো কাজে দেখা যায়নি বলেই জানাচ্ছেন ইউনিটের সদস্যরা।
এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রুত শেষ হচ্ছে শুটিং। ডিসেম্বরেই দেশের বাইরে হবে আইটেম গানের দৃশ্যধারণ, এরপর শুরু হবে চূড়ান্ত কাজ। শুভ ও মিম দু’জনেরই সাম্প্রতিক মাসগুলোতে বড় কোনো রিলিজ না থাকায়, এই প্রজেক্টটিকে ঘিরে তাদের মধ্যে রয়েছে বিশেষ উদ্দীপনা। শুভর হাতে এখন “নূর”, “ঠিকানা বাংলাদেশ” এবং ভারতীয় সিরিজ “Jazz City”—আর মিম ব্যস্ত বিজ্ঞাপনী শুটিং ও “দিগন্তে ফুলের আগুন” ছবির কাজ নিয়ে।
সব মিলিয়ে, এই গোপনীয় অ্যাকশন প্রজেক্টটি হয়ে উঠছে আসন্ন ঈদের বড় সারপ্রাইজ—ভক্তদের অপেক্ষা আর উত্তেজনাও সে তুলনায় তুঙ্গে!
#ShuvooMim #BanglaCinema #NewMovieBD #FilmUpdate

Comments
Post a Comment